যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহন এবং প্রাক্তন চেয়ারম্যান ও সদস্যদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার সকালে শিয়ালকোল ইউনিয়ন পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন চেয়ারম্যান আব্দুল মান্নান এর সভাপতিত্বে দায়িত্ব গ্রহন এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান শেখ সেলিম রেজা, বর্ষিয়ান মুরুবিক্ষ আবুল হোসেন মিস্ত্রী, বিশিষ্ট ব্যবসায়ি হাজী জুড়ান আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক একরাম, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম আযম তালুকদার বাবলু, সাবেক চেয়ারম্যান শাহজামাল আকন্দ, জেলা প্রথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুল মন্নাফ খন্দকার ও সাবেক ইউপি সদস্য শাহজাহান আলী প্রমূখ।
শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে নারীনেত্রী হনুফা খাতুনসহ নবনির্বাচিত সকল ইউপি সদস্য সাবেক ইউপি সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্যাপশনঃ সোমবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান শেখ সেলিম রেজা।