যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬২০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা।
আটককৃতরা হলো উপজেলার কোনাবাড়ী গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী সুলতানা বেগম (৪২) ও বানিয়া গাঁতি গ্রামের আবু সাঈদের ছেলে সুজন শেখ (২১)। বুধবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টায় র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা জানান, গোপন সাংবাদের ভিত্তিতে জেলার কামারখন্দের কোনাবাড়ীতে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬২০ পিচ ইয়াবাসহ ২র্শীষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।