যুগের কথা প্রতিবেদক : পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আজ সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ও কাওয়াকোলা ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এ দু’টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র সংখ্যা ২০টি। মেছড়া ইউনিয়নে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১১টি, কাওয়াকোলা ইউনিয়নে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ০৯টি।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার আজিজার রহমান জানান, মোট ২০টি কেন্দ্রের মধ্যে চরাঞ্চলেই রয়েছে ১৮টি কেন্দ্র। মেছড়ার ১১ টি এবং কাওয়াকোলার ০৭ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নেয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।