মোঃশফিকুল ইসলাম, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ নির্বাচন কমিশন ঘোষিত পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুরে ১২ ইউনিয়নের ১১টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন আ.লীগ মনোনীত প্রার্থীরা। এছাড়াও ৪টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যপদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫ জন। এছাড়া উপজেলার মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীসহ প্রত্যেকটি ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও সাধারণ সদস্যপদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদিও ১২ নং মনসুর নগর ইউনিয়নের আব্দুর রাজ্জাক রাজমহর (নৌকা স্বতন্ত্র প্রার্থী খলিল মুন্সি (ঘোড়া), তার নির্বাচন থেকে ইতোমধ্যে আনুষ্ঠানিক ভাবে সরে এসেছেন তবুও চেয়ারম্যান পদে ও নির্বাচন হবে। নৌক
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১২টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে মোট ৫৩০টি মনোনয়ন পত্র জমা হয়েছিল। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৭টি, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩২টি এবং সাধারণ সদস্য পদে ৩৮১টি। এরই মধ্যে চেয়ারম্যান পদে ১১জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জন ও সাধারণ সদস্য পদে ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাজিপুরের ১২টি ইউনিয়নে মোট ২ লাখ ৮ হাজার ৭৪২ জন ভোটার ভোট দেবেন। সাধারণ ওয়ার্ডে ১০৮টি এর মধ্যে ১০৪ টিতে, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে৩৬ টির মধ্যে ৩৫টিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে কাজিপুরে পুরুষ ১ লাখ ১ হাজার ৮৫৯ জন ও মহিলা ১ লাখ ৬ হাজার ৮৮৩ জন ভোটার রয়েছে । ১২৬টি কেন্দ্রের বুথ সংখ্যা ৬৫০টি।অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ১ টি এবং অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৬১ টি।