ঢাকামঙ্গলবার , ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে চান্স পাওয়া ১৭ শিক্ষার্থীকে অসমাপ্ত আত্মজীবনী’ বই উপহার দিলেন শিক্ষক

যুগের কথা ডেস্ক
জানুয়ারি ৪, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় সিরাজগঞ্জ সরকারী কলেজের মানবিক বিভাগের ১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার প্রদান করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের মানবিক বিভাগের ইতিহাস বিষষের সহকারী অধ্যাপক ইলিয়াস হোসেন।

এসময় শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান এবং শেখ মুজিবুর রহমান এর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই উপহার দেন।

মঙ্গলবার (০৪ জানুয়ারি) সিরাজগঞ্জ শহরের নর্থ-টাউন পার্টি সেন্টারে এই ১৭ জন শিক্ষার্থীদের সাথে একটি বিশেষ আলাপচারিতা ও শুভেচ্ছা জ্ঞাপনের আয়োজন করেন এই শিক্ষক।

এসময় তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে এবং তার কর্ম এবং জীবন থেকে শিক্ষা নিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে নিজেকে সফল, পারদর্শী, দক্ষ এবং ভাল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। অনেক বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নকে বাস্তবে রুপ দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।

এসময় নিঝুম পারভিন সুমাইয়া, জায়েদ আলম ও সাদমান সাকিবসহ বেশ কয়েকজন শিক্ষার্থী শিক্ষকের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন,
এইচএসসি পরীক্ষার্থীরা সাধারণত যেভাবে আসলে পরীক্ষা দেয়। আমরা তাদের মত করে পরীক্ষায় বসতে পারিনি। আমরা ছিলাম একটি ব্যতিক্রম ব্যাচ, আমাদের মানসিক প্রণয়নের মধ্যে দিয়ে দিতে হয়েছে পরিক্ষা৷ আমাদের প্রিপারেশন ভালো থাকলেও ভর্তি যুদ্ধটাও আমরা সময়মতো দিতে পারি নাই। আজ নয় কাল, এইভাবে তারিখ পিছিয়ে যেতে থাকে। তার মধ্যে দিয়েও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষকদের অনুপ্রেরণায় এটা সম্ভব হয়েছে। আর সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছেন ইলিয়াস স্যার। স্যার আমাদের স্বপ্ন দেখাতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের , কিভাবে চান্স পাওয়া যায়, কেমন ভাবে প্রিপারেশন নিতে হবে। আমরা দীর্ঘ দেড় বছরের ম্যারাথনে সফল যোদ্ধা। এ যুদ্ধর স্বপ্ন সারথী ছিলেন আমাদের শিক্ষকমন্ডলী। তাদের ঐকান্তিক প্রচেষ্টা ও মা-বাবার দোয়াতেই আমরা আমাদের কাঙিখত সাফল্য পেয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।