ঢাকামঙ্গলবার , ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশ চার ইউনিয়ন নিবার্চন

যুগের কথা ডেস্ক
জানুয়ারি ৪, ২০২২ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা তাড়াশঃ পঞ্চম ধাপ সিরাজগঞ্জর তাড়াশর চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হছ। এ দিক ইউনিয়ন পরিষদ নিবার্চনক ঘির ওই চার ইউনিয়ন আইন শংখলা রক্ষায় আইন প্রয়াগকারী সংস্া চার স্তরর নিরাপত্তা বষ্টনী বলায় সষ্টি করছন।

উপজলা নিবার্চন কার্যালয় সুত্র জানা গছ, পঞ্চম ধাপ উপজলার ৮টি ইউনিয়নর মধ্য তালম, দশীগ্রাম, মাগুড়াবিনাদ ও সগুনা ৪ টি ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হছ। এ নির্বাচন চারটি ইউনিয়ন চয়ারম্যান পদ ১৬ জন আর সাধারণ ইউপি সদস্য ১৪২ জন এবং সংরক্ষিত নারী আসন ৪৯ জন ইউপি সদস্য প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছন।

এ ছাড়া উপজলার চার ইউনিয়ন ৩৬ টি ওয়ার্ড ৩৭ টি কদ্র ভাট গ্রহন অনুষ্ঠিত হব। ওই চার ইউনিয়ন ৩৭ টি ভাট কদ্র ৬৯ হাজার ৫২৩ জন নারী- পুরুষ নিজ নিজ ভাটাধিকার প্রয়াগ করবন। তালম ইউনিয়ন পুরুষ ভাটার সংখ্যা ৮ হাজার ৫০১ জন, নারী ভাটার ৮ হাজার ৭৫৬ জন। অপরদিক সগুনা ই্উনিয়ন পুরুষ ভাটার ৯ হাজার ৩০ জন আর নারী ভাটার ৮ হাজার ৮৯৮ জন। মাগুড়াবিনাদ ইউনিয়ন পুরুষ ভাটার ৯ হাজার ৮৮ জন, নারী ভাটর ৮ হাজার ৮৫১ জন এবং দশীগ্রাম ইউনিয়ন পুরুষ ভাটার ৭ হাজার ৯৯৫ জন এবং নারী ভাটার ৮ হাজার ৪০৪ জন তাদর ভাটাধিকার প্রয়াগ করবন।

উপজলা নির্বাচন কর্মকতার্ উজ্জ্বল কুমার রায় বলন, পঞ্চম ধাপ ইউনিয়ন পরিষদ নিবার্চন অবাদ ও সুষ্ঠ ভাব ভাট গ্রহন অনুষ্ঠানর লক্ষ সকল প্রকার প্রস্তি নয়া হয়ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।