ঢাকামঙ্গলবার , ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে আলু চাষিরা

যুগের কথা ডেস্ক
জানুয়ারি ৪, ২০২২ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মামুন আহমেদ : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃষকরা এখন আলুর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ক্ষেতে পানি, সার, কীটনাশক ছিটানো ও নিড়ানি দেয়াসহ আলুর জমিতে অনেকটা সময় দিতে হচ্ছে তাদের। এবার আবহাওয়া অনুকূলে থাকায় আলুর গাছ খুব ভালো হয়েছে। কৃষকরা আলুর বাম্পার ফলনের স্বপ্ন দেখছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় চার হাজার ৬০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে আলু চাষ হয়েছে তিন হাজার ৩২০ হেক্টর জমিতে।

উপজেলার কাথম গ্রামের কৃষক আব্দুল মতিন বলেন, আমি ৪ বিঘা জমিতে ডায়মন্ড জাতের আলুর চাষ করেছি। এখন পর্যন্ত আলুর গাছ খুব ভালো। আশা করি ফলনও ভালো হবে।

রিধইল গ্রামের কৃষক আকবর আলী জানান, এক বিঘা জমিতে আলু চাষে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘা জমিতে ৯০ থেকে ১১০ মণ আলু উৎপাদন হয়। তাতে ৫০ থেকে ৬০ হাজার টাকার আলু বিক্রি করা যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু জানান, আমরা আলু চাষীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছি। প্রাকৃতিক কোন দূর্যোগ না হলে এবারও আলুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তবে মাঝে মাঝে আলুর গাছে ছত্রাক নাশক ওষুধ স্প্রে করতে হবে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।