সলঙ্গা প্রতিনিধি : সলঙ্গায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে সলঙ্গা থানা ছাত্রলীগের কার্যালয় থেকে থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক রিপন হাসানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী সলঙ্গা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে থানা ছাত্রলীগের কার্যালয়ে কেক কর্তন ও আলোচনা সভা করা হয়। এ সময় বক্তব্য রাখেন,থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান সরকার, থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক, থানা ছাত্রলীগ সাবেক সভাপতি শহিদুল ইসলাম সেলিম, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টুটুল আহম্মেদ রুহুল, উপ-আইন বিষয়ক রিপন সরকার, উপ কৃষি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সজীব, ধর্ম বিষয়ক সম্পাদক হিমেল পোদ্দার প্রমুুখ।
অপরদিকে সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বুলবুল হাসান লিটন ও থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলাম আপন, জেলা ছাত্রলীগের সদস্য মো: নাসিম, রাকিব, সুমন হাসান ফারুকের নেতৃত্বে দুপুর ১২টার দিকে ছাত্রলীগের নেতৃবৃন্দ কেক কর্তন করে।