যুগের কথা প্রতিবেদক : আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে কাজ করায় কাওয়াকোলা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (চশমা প্রতীক) জিয়াউর রহমান জিয়া মুন্সি’র কর্মী সমর্থকদের হামলায় আহত হয়েছেন সিরাজগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর দিপু। গুরুত্বর আহত অবস্থায় ভাইস চেয়ারম্যান দিপু কে শহরের একটি বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচন উপলক্ষ্যে গতকাল বুধবার ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর দিপু কাওয়াকোলায় বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে কাওয়াকোলা ইউনিয়ন পরিষদে ঢোকার সময় গেটের সামনে কাওয়াকোলা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জিয়া মুন্সি’র ১৫-২০ জন কর্মী সমর্থক তার উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুত্ব আহত হোন। আহত অবস্থায় তাকে শহরের আভিসিনা হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল রাত্রেই ভাইস চেয়ারম্যান দিপুকে দেখতে হাসপাতালে যান সিরাজগঞ্জ (সদর-কামারখন্দ) আসনের সাংসদ অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা এবং এ হামলার তীব্র নিন্দা জানান।
উল্লেখ্য, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে কাওয়াকোলা থেকে আওয়ামীলীগের মননোয়ন প্রত্যাশী ছিলেন জিয়াউর রহমান জিয়া মুন্সি। কিন্তু আওয়ামীলীগের মননোয়ন বোর্ড তাকে প্রার্থী না করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করেন।
গতকাল রাত্রেই ভাইস চেয়ারম্যান দিপুকে দেখতে হাসপাতালে যান সিরাজগঞ্জ (সদর-কামারখন্দ) আসনের সাংসদ অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা এবং এ হামলার তীব্র নিন্দা জানান।
উল্লেখ্য, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে কাওয়াকোলা থেকে আওয়ামীলীগের মননোয়ন প্রত্যাশী ছিলেন জিয়াউর রহমান জিয়া মুন্সি। কিন্তু আওয়ামীলীগের মননোয়ন বোর্ড তাকে প্রার্থী না করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।