তাড়াশ প্রতিনিধি : চলনবিল প্রেসক্লাব গুরুদাসপুর এর সাবেক সভাপতি, খুবজিপুর মোজাম্মেল হক কলেজের সাবেক বাংলা সাহিত্যের অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক আত্হার হোসেন (৭৫) আর নেই। গতকাল মঙ্গলবার শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে গুরুদাসপুর নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে ৪ স্ত্রী, ৬ছেলে, ৫ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ওই দিন বাদ জোহর নামাজের পর চাচকৈড় খলিফা পাড়া কেন্দ্রীয় ঈদগা মাঠে নামাজে জানাজা শেষে ওই কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবু রাসেল, গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, খুবজিপুর মোজাম্মেল হক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আজিজ, চলনবিল গুরুদাসপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আক্কাস, তাড়াশ থেকে প্রকাশিত চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব গাজী সাইদুর রহমান সাজু, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি এম মামুন হুসাইন, বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি ওহিদুল ইসলাম, গুরুদাসপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাল শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।