রায়গঞ্জে মুজিব শতবর্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরোধানের সমলয়ে চাষাবাদ এর বিনামূল্যে উপকরণ বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল ৩টায় উপজেলার বেতুয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে উপকরণ বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। সমাবেশে
উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.ইমরুল হোসেন তালুকদার ইমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শেখ সাদী, মাহবুবুল আলম সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর আলম সহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। আলোচনা সভা শেষে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়।