যুগের কথা প্রতিবেদক : রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ঘুড়কা ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারপিট ও হামলায় ২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
আহতরা হলে চকগোবিন্দপুর গ্রামের মো: আব্দুল মান্নানের ছেলে মো: সালমান (২৫), বহুলী ইউনিয়নের ব্রক্ষখোলা গ্রামের জামাত আলীর ছেলে মো: মানিক (১৮)। এলাকায় নিজ বাড়ীতে হামলা শিকার হন তারা।
আহতর চাচাতো ভাই মো: ফরিদুল ইসলাম জানায়, রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ঘুড়কা ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামে মো: রইজ উদ্দিনের ছেলে আব্দুল মজিদ, মৃত সাহেব আলীর ছেলে মফিজ, শফিজ, রুস্তম আলী, মফিজ এর ছেলে নবীন, মো: শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম, মৃত নায়েবের ছেলে শহিদুল ইসলাম, রইজ এর ছেলে মজনু, আব্দুল আলীমগংরা আমার চাচাতো ভাই ও আমার পুতুরা শুক্রবার সকালে ভাই মো: সালমান ও পুতুরা মো: মানিক আমার জমিতে গেলে শফিজ উদ্দিনগংরা আমার চাচাতো ভাই সালমান ও আমার পুতুরা মানিক কে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের মাথায় ১০টি সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
তিনি অভিযোগ করেন আরো বলেন, আরএস খতিয়ানের ২৩২, দাগ নং-১৩৫০, জেল নং-১১০ পৈত্রিক সূত্রে ও কবলা খরিদ মূলে আমার মালিকানাধীন জমির পরিমাণ ১২ শতক। সেই জমিতে আমাকে যেতে বাধা ও বিভিন্ন সময় প্রাণনাশের হুমকী দিয়ে আসছে শফিজ উদ্দিনগংরা। এ অবস্থায় আমার ওই সম্পত্তি জবরদখল করতে পরিবার-পরিজনসহ আমাকে উচ্ছেদ করতে প্রভাবশালী এ মহলটি নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আমার চাচাতো ভাই ও পুতুরাকে মারপিট করে ও আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।
সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, এবিষয়ে কোন অভিযোগ পায়নি অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।