বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : “বাংলাদেশের সকল শিশুর জন্য আশা, আনন্দ ও ন্যায্যতার স্বার্ণালী ৫০ বছর” স্লোগানকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এমপি শিবলী সাদিক মহোদয়ের পক্ষে অনুষ্ঠানে উদ্বোধন করেন বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
শনিবার (১৫ জানুয়ারী) সকাল ১১টায় এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিরামপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নরেশ মারান্ডী সভাপতিত্বে এসিপিও কাজল রিবেরু ও প্রোগ্রাম অফিসার চিত্রা চিশিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, বিশেষ অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) এ কে এম ওয়াহিদুন্নবী, বিশেষ অতিথি অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ও বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান প্রমুখ।
এসময় বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার উপজেলা সমাজ সেবা রাজুল ইসলাম, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন, মাহমুদুল হক মানিক, রায়হান কবির চপল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সকল কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন উপকার ভোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সংগীত ও নৃত্যশিল্পীবৃন্দের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।