যুগের কথা প্রতিবেদক : ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় দেখতে হাজারো দর্শকের সমাগম। সিরাজগঞ্জের কামারখন্দে বাজার ভদ্রঘাটে এমন আয়োজন করেছে গ্রামবাসীরা। সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দুর দুরান্ত থেকে আসা ঘোড়া নিয়ে অংশগ্রহণ করেন। ঘোড়া দৌড় শুরু হওয়ার সাথে সাথে দর্শকের ছিল উত্তেজনা ভরা। গ্যালারি ছিল দর্শকে ভরা।
হাজারো দর্শকের মন মাতিয়ে ফাইনালে জয় লাভ করেছেন খান বাহাদুর। প্রায় ৫০টিরও বেশি ঘোড়া কে পেছনে ফেলে দর্শকের মন মাতিয়ে ফাইনালে প্রথম হয়েছে দূরধর্ষ খান বাহাদুর। ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন করেছে বলে জানিয়েছে আয়োজক কমিটি। আয়োজক কমিটির সদস্য শফিকুল ইসলাম বলেন, গ্রামবাংলার এমন ঐতিহ্য ধরে রাখতে আমরা ঘোড়দৌড় প্রতিযোগীতার আয়োজন করেছি।
আমাদের এই ঘোড়দৌড় প্রতিযোগীতায় বিভিন্ন এলাকা থেকে ঘোড়া অংশগ্রহণ করেছে। তিনি আরও বলেন, এমন আয়োজন প্রতি বছর ধরে রাখবো। তিনি উর্ধ্বতন কর্মকতাদেরও সহযোগিতা চেয়েছেন।
দর্শকরা বলেন, এমন আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ। আমরা এই ঘোড়দৌড় প্রতিযোগীতা দেখে অনেক আনন্দ উপভোগ করছি। দূর দূরান্ত থেকে আসা দর্শকেরা বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যের কাছ থেকে শুনে পরিবার নিয়ে ঘোড়দৌড় দেখতে এসেছি। অনেক ভালো লাগছে এই ঘোড়দৌড় দেখে। উক্ত খেলায়, প্রথম হয়েছে-খান বাহাদুর, দ্বিতীয় হয়েছে- সম্রাট, তৃতীয় হয়েছে- রকেট।