কাজিপুর প্রতিনিধি : পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামুলকভাবে নিশ্চিত করতে পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামুলক ব্যবহার আইন ২০১৩ এবং পাট আইন ২০১৭ বাস্তবায়ন করার লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে।
১৮ জানুয়ারি দুপুরে উক্ত আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন বাজারে। উক্ত অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম. আরিফুল ইসলাম মোবাইল কোর্টের মাধ্যমে মেঘাই বাজারে কতিপয় পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার অমান্য করায় চালে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় দুই মামলায় দুই জনকে ৫,৫০০ টাকা অর্থদন্ড প্রদান করে। সহকারী কমিশনার( ভূমি) এ বি এম আরিফুল ইসলাম বলেন, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।