ঢাকাবুধবার , ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হুইপ স্বপনসহ ৭ জনের স্মার্টফোন চুরি

যুগের কথা ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা অফিস : জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বাবা শরীফ উদ্দীন মন্ডলের জানাজায় সাতজনের স্মার্টফোন হাতিয়ে নিয়েছে চোর চক্র। চুরি হয়েছে খোদ হুইপ স্বপনেরই স্মার্টফোন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালের দিকে জয়পুরহাটের পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, জানাজার সময় কৌশলে হুইপ স্বপন, দিনাজপুরের হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলার কুসুম্বা ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জিহাদ মন্ডল, আস্থা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সবুজ মন্ডলসহ অন্তত সাতজনের স্মার্টফোন হাতিয়ে নেওয়া হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, হুইপ মহোদয়ের একটি মোবাইলসহ সাতজনের স্মার্টফোন হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। জানাজায় হাজার হাজার মানুষের ভিড়ে পুলিশের নিরাপত্তার মধ্যেই কৌশলে স্মার্টফোন হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। স্মার্টফোনগুলো উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ উদ্দীন মন্ডল (৮৭)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাঠে তার প্রথম নামাজে জানাজা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর নিজগ্রামে দ্বিতীয় নামাজে জানাজা হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।ু

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।