শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বাসিন্দা মৃত পচা প্রাং ছেলে (৭৫) বছর বয়সী বৃদ্ধ মোঃ রহমত আলী প্রাং দীর্ঘ ১৫ বছর যাবৎ বাড়াবিল খারুয়াজংলা বাজারে স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে সকাল-বিকাল বাজারটি ঝাড়ু দিয়ে যাচ্ছেন। তিনি বিনাশ্রম কাজে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। কোন পয়সা না নিয়ে কাজ করছেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, এই বয়সে টাকা পয়সা দিয়ে কি করব। আমার কাজই হলে মানুষের উপকার করা। এই বৃদ্ধ বয়সে তার হতে আছে মাত্র একটি ঝাড়– যেটা দিয়ে তিনি সমাজ, দেশ ও জাতিকে নয় শুধু মাত্র তার এলাকার একটি বাজাকে পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্য দিয়ে তিনি আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে তিনি এই বার্তা দিতে চান যে মানুষের উপকারেই প্রকৃত সুখ। তিনি আরো বলেন পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে ভাল কাজটির প্রশংসা করবে আর খারাপ কাজটির নিন্দা করবে এজন্য আমি যেন সবসময় মানুষের উপকার করে যেতে পারি এটাই আমার শেষ ইচ্ছা।