যুগের কথা প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজগঞ্জ পৌর শাখার ত্রি-বার্ষিক সন্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে জেলা মনোনয়ন ফরম জমা দিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় শহরের হৈমবালা উচ্চ বিদ্যালয় থেকে শতশত নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম জমা দেন নির্বাচন কমিশনের কাছে। এর আগে শতশত নেতাকর্মী এসে উপস্থিত হন হৈমবালা উচ্চ বিদ্যালয় মাঠে। এসময় সকলে ভালবাসা দোয়া চেয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন সেলিম আহমেদ।
আলোচনা শেষে একটি বিশাল মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় সেলিম ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো শহর।
এবিষয়ে নির্বাচন কমিশনের সদস্য আব্দুল বারী সেখ জানান, সোমবার সকালে সভাপতি পদে ২ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছে ও সাধারণ সম্পাদক পদে ৩ জন মনোনয়ন সংগ্রহ করেছে। মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন। এবং আগামী ৬ ফেব্রুয়ারী সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।