যুগের কথা প্রতিবেদক : সদর উপজেলার ছোনগাছা ৮নং ওয়ার্ড আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী বাচ্চু বাহিনীর তান্ডবে সম্মেলন ভন্ডল হয়েছে। এসময় বাচ্চু বাহিনীর সমর্থকরা ভাংচুর লুটপাট ও মারপিটে নারী শিশুসহ কমপক্ষে ৭/৮ জনকে আহত করার অভিযোগ উঠেছে।
আহতদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত স্বর্না খাতুন (২০) স্বর্নার শিশু সন্তান মোত্তাকিন (১০মাস) চাম্পা খাতুন (৪৫) চামেলী খাতুন (৪২) চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১০ ফেব্র“য়ারী) সদর উপজেলা ৬নং ছোনগাছা ইউনিয়নের মটিয়ারপুর মাদরাসা মাঠে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষের সৃষ্টি হয়।
এ ঘটনায় সদর থানায় ক্ষতিগ্রস্থ আলী আকবর বাদী হয়ে বাচ্চুসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানান,সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা শেষে ২য় অধিবেশনের কমিটির চুড়ান্ত ফলাফল গত শুক্রবার ঘোষনা দেবার কথা বলেন সম্মেলন কমিটি।
পরে সম্মেলনের কমিটির ফলাফল ঘোষনার কথা শুনে সভাপতি প্রার্থী বাচ্চুর সমর্থকরা মঞ্চের চেয়ার ভাংচুর শুরু করেন। ভাংচুরের ঘটনা প্রতিহত করার চেষ্টা করেন সভাপতি প্রার্থী ( বর্তমান সভাপতি) জহুরুল ইসলামের সমর্থকরা।
এঘটনায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে উভয় পক্ষের নারী ও শিশুসহ কমপক্ষে ৭/৮ জন আহত হবার খবর পাওয়া গেছে।
সভাপতি প্রার্থী বাচ্চুর ও তার আত্বীয় শিবির ক্যাডার সেলিম রেজার নির্দেশে বহিরাগত ভাড়াটিয়া গুন্ডাসহ ৩০/৪০ জন যুবকেরা বৃহস্পতিবার রাত ৮টার সময় লোহার রড়. ফালা, রামদা, ছুরি নিয়ে হামলা চালিয়ে সভাপতি প্রার্থী জহুরুল ইসলামের ভগ্নিপতি কৃষক আলী আকবরের বাড়িঘড় ভাংচুরসহ ঘরের আসবাবপত্র ভেঙ্গে নছনছ করে। হামলায় আকবরেরর ছেলের বউ ঝর্নাকে বিবস্ত্র করে ও তার ১০ মাসের শিশু সন্তানকে আহত করার অভিযোগ উঠেছে। এবং ঘরের রক্ষিত নগদ ৪০ হাজার টাকাসহ প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে।
এ বিষয়ে ছোনগাছা ইয়উনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান আলী আলকাস জানান, বাচ্চু ও তার বহিরাগত ভাড়াটিয়া গুন্ডা বাহিনীর তান্ডবে সম্মেলন ভন্ডল হয়।
সভাপতি প্রার্থী বাচ্চুসহ তার আত্বীয় শিবির ক্যাডার সেলিম রেজার নির্দেশে আলী আকবরের বাড়িতে ভাংচুর লুটপাট গৃহবধু ঝর্নাসহ ১০ মাসের শিশু সন্তানকে মারপিটে আহত করেছে যা আমাদের কাম্য ছিল না।
এ বিষয়ে ছোনগাছা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা আশা করিনি। আমি উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।