তাড়াশ প্রতিনিধি : তাড়াশে বিয়ের দাবিতে আদিবাসী এক নারী তার প্রেমিকের বাড়িতে অনশন শুরু করছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে অবৈধ সম্পর্কের কারণে বর্তমানে ওই আদিবাসী নারী অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামের গজেন্দ্রনাথ উড়াও বাড়িতে। তার ছেলে মিঠুন চন্দ্র উরাওর (২৩) সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।
আদিবাসী ওই তরুণী জানান, মিঠুন তাকে বিয়ে না করলে তার বাড়িতেই আত্মহত্যা করবে। গত ৫ বছর থেকে মিঠুনের সঙ্গে আমার প্রেমের সর্ম্পক চলে আসছে। সে বিভিন্ন সময়ে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্ত্রীর মতো ব্যবহার করেছে। এখন আমি ৬মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু আমাকে আর বিয়ে করবে না বলে সে আমাকে এড়িয়ে চলছে। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে আমি তার বাড়িতে অনশন করছি।
এদিকে বাড়িতে প্রেমিকার অনশনের খবর পেয়ে মিঠুন বাড়ি থেকে পালিয়েছে। মিঠুনের বাবা গজেন্দ্র নাথ উরাও বলেন, মেয়ের অভিভাবক ও গ্রাম্য প্রধানদের নিয়ে বিষয়টি মিমাংসার করার চেষ্টা করছি।
এবিষয়ে দেশীগ্রাম ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক জানান, বিষয়টি উভয়পক্ষ কে নিয়ে মিমাংসার চেষ্টা করছি। এ বিষয়ে মেয়ের পরিবারের পক্ষ থেকে কোনো কিছু বলতে অপারগতা প্রকাশ করেছে।