রায়গঞ্জ প্রতিনিধি : মাহাতো ফাউন্ডেশন সিরাজগঞ্জের উদ্দ্যোগে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের মেঘুড়িয়া ও পশ্চিম আটঘরিয়ায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শতাধিক শীত বস্ত্র (কম্বল) এবং চাদর বিতরন করা হয়।
শুক্রবার দশ টায় মাহাতো ফান্ডেশনের চেয়ারম্যান ডাঃ শাপলা রানী মাহাতোর সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর রানীনগর উপজেলার নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো।
বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা ফ্যামিলি প্লানিং অফিসার আব্দুল আলীম, সিরাজগঞ্জ বিএল গভঃ হাইস্কুলের টিচার সুভাস চন্দ্র মাহাতো, খৈচালা হাইস্কুলের টিচার রঘুনাথ মাহাতো, নাটোর চিনিকল কর্মকর্তা অখিল চন্দ্র মাহাতো, আদিবাসী নেতা ও ক্ষীরতলা কিন্ডার গার্টেনের অধ্যক্ষ শ্যামল কুমার মাহাতো, সোনাখাড়া ইউপি সদস্য সুরেশ চন্দ্র মাহাতো, আদিবাসী নেতা কৃষ্ণচন্দ্র মাহাতো রায়গঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস তালুকদার প্রমূখ।