যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালনা পর্ষদের উদ্যোগে ও চেম্বারের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সুর্য এর নেতৃত্বে অসহায় দুস্থ্য শীতার্ত মানুষের মাঝে দুই শাতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ ফেব্র“য়ারী) সিরাজগঞ্জ জেলার ৩নং বহুলী ইউনিয়ন এর অসহায় দুস্থ্য শীতার্ত মানুষের মাঝে দুই শাতাধিক কম্বল বিতরণ করা হয়।
এ সময় অত্র চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসহাক আলী’র সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট এ্যাভোকেট মোঃ আব্দুল হাকিম, পরিচালকবৃন্দ হাজী ইয়াকুব আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম নাসিম রেজা নুর দীপু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, বহুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম তালুকদারসহ ৩নং বহুলী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।