যুগের কথা প্রতিবেদক :সিরাজগঞ্জের পৌর আওয়ামীলীগের গত ৬ ফেব্র“য়ারী ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে কাইন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত সভাপতি হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক সেলিম আহমেদ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছেন।
শনিবার বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এর সাথে পৃথক পৃথক সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
পৌর আওয়ামীলীগের নির্বাচিত সভাপতি হেলাল উদ্দিন সাধারন সম্পাদক সেলিম আহমেদ পৌর আওয়ামীলীগের সন্মেলন সফল হওয়ায় কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। নেতৃবৃন্দ তৃণমুলের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে সংগঠনকে গতিশিল করার আহবান জানান। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের আগেই প্রতিটি ওয়ার্ডে ত্যাগী নেতাদের মুল্যায়নের মাধ্যমে দলকে সংগঠিত করারও আহবান জানান।
নবনির্বাচিত সভাপতি হেলাল উদ্দিন ও সাধারন সম্পাদক সেলিম আহমেদকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, জনগনের আশা আকাংখার কথা বিবেচনায় নিয়ে জনগনকে মুল্যায়ন করতে হবে সরকারের সুফল ও উন্নয়ন কর্মকান্ডকে জনগনের মাঝে তুলে ধরতে হবে মনে রাখতে হবে ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কোন অপশক্তি পরাজিত করতে পারবেনা। জঙ্গীবাদ জামাত বিএনপির দেশ বিরোধী চক্রান্তে রাজপথে রুখে দিতে প্রতিটি নেতা কর্মীদের একযোগে কাজ করতে হবে।