ঢাকাশুক্রবার , ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু 

যুগের কথা ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক :
ছাগলকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে সিরাজগঞ্জের  কামারখন্দে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই সাইদুল ইসলাম (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে তার মৃত্যু হয়।
নিহত সাইদুল ইসলাম (৩২) কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বীর ভদ্রঘাট পশ্চিমপাড়ার ইয়াসিন আলীর ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে সাইদুল তার মামাতো ভাই একই এলাকার শান্ত সেখের ছেলে আরমান আলীর জমি থেকে ঘাস কেটে তার ছাগলকে খাওয়ান। বিষয়টি আরমান আলী জানার পরে তার ফুফাতো ভাই সাইদুলের সঙ্গে
কথা-কাটাকাটি এক পর্যায়ে বিবাদে জড়িয়ে পড়েন। এঘটনায় দুজনের মধ্যে সংঘর্ষ বেধে গেলে মামাতো ভাই আরমান আলীর লাঠির আঘাতে গুরুতর আহত হয় সাইদুল ইসলাম।
এসময় সাইদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে তার মৃত্যু হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হাসানুজ্জামান বলেন, ছাগলকে ঘাস খাওয়ানো নিয়ে ফুফাতো ভাইয়ের সঙ্গে তারই মামাতো ভাইদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় সাইদুল ইসলাম মারা গেছেন বলে শুনেছি।
তবে এঘটনায় এখন পর্যন্ত থানায় কোনও অভিযোগ আসেনি। অভিযোগ আসলে সেটা মামলা হিসেবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।