যুগের কথা প্রতিবেদক : বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক আমার সংবাদ পত্রের ১০ বছরে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১৩ ফেব্র“য়ারী) বিকেল ৫ টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব হল রুমে দৈনিক আমার সংবাদ পত্রিকার অগ্রযাত্রায় ১ দশক পূর্তি উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে ও সময় টিভির ষ্টাফ রিপোর্টার রিংকু কুন্ডুর সঞ্চালনায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি উদযাপিত হয়।
এসময় স্বাগত বক্তব্য রাখেন আমার সংবাদ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি নাজমুল হোসেন নিশান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের সিরাজগঞ্জ পএিকার প্রধান সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, প্রেসক্লাবের তথ্য ও সাহিত্য সম্পাদক সাংবাদিক মো: আইয়ুব আলী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল ২৪ এর ষ্টাফ রিপোর্টার হীরক গুন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট জেলা প্রতিনিধি দিলীপ গৌর, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, আমাদের সময় ও জিটিভি জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিক বৃন্দ।
এ সময় বক্তরা আমার সংবাদ পত্রিকার সম্পাদক হাসেম রেজাকে ধন্যবাদ জানিয়ে বলেন, দশটি বছর হাটি হাটি পা করে এগিয়ে যাচ্ছে দৈনিক আমার সংবাদ। তথ্যবহুল সংবাদ প্রচারের ধারাবাহিকতা অব্যহত রাখায় পাঠকে হৃদয়ে স্থান করে নিয়েছে। তথ্য প্রচার প্রচরণায় এগিয়ে অগ্রযাত্রায় ১ দশক উদযাপনে সফলতার সাথে এগিয়ে যাবে ।