যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জ পৌর এলাকার চর রায়পুরে পূর্ব শত্রুতার জেরে ধারালো ছুরির আঘাতে আব্দুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে শহরের চররায়পুর মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান কে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়েগেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। তিনি মিরপুর উত্তর পাড়া মহল্লার মো: সুজাব আলীর ছেলে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা: মো: শামিমুর রহমান বলেন, প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে পিঠে ধারালো ছুরির আঘাতে মারা গেছেন আব্দুর রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।