কাজিপুর প্রতিনিধি : কাজিপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২২ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষেআলোচনা সভা ও খামারিদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়েছে।
১৬ ফেব্র“য়ারি (বুধবার) সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কাজিপুরের বাস্তবায়নে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণীসম্পদ অধিদপ্তরের সহযোগিতায়দিনব্যাপী প্রদর্শনী মেলার ভারচুয়ালী উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ-১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। পরে প্রানীসম্পদ কার্যালয়ের সামনে আয়োজিত পুরষ্কার বিতরণ সভায় উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ দিদারুল আহসান এর স্বাগতিক বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) ডা. আহসান হাবীবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডা. বদিউজ্জামান বকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার মোঃ রেজাউল করিম, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোঃ বদিউজ্জামাল বকুল, উপজেলা ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্ম এসোসিয়েশন এর সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি লালন মিয়া, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, এলএসপিগন ও উপজেলার বিভিন্ন খামারীগন।পরে অতিথি বৃন্দ মেলার বিভিন্ন জাতের গবাদি পশু, পাখি কবুতরের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। উক্ত প্রদর্শনীতে ৪০ টি স্টল বসে, স্টল পরিদর্শন কমিটির বিচারে ডেইরি, মোটাতাজা করণ, মহিষ, ফেন্সিবার্ড, ছাগল-বেড়া ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকারিদের ৫ টি ক্যাটাগরিতে সফল স্থানীয় প্রাণীসম্পদ উদ্যোক্তাও খামারিদের মাঝে অতিথি বৃন্দ পুরুষ্কার তুলে দেন।