চৌহালী প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সকল ইউনিয়নের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে টায় উপজেলার পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা সচিব মোঃ হুমায়ুন খালিদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইড চেয়ারম্যান নাসরিন আক্তার বক্তব্য রাখেন।
ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যাণ সমিতি গরীব, দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার, বিভিন্ন খেলাধুলার টুর্নামেন্টের, গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষায় নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন, প্রতিবার নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা প্রদান, গরীব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতে গরম কাপড় ও অর্থ বিতরণ সহ নানা সামাজিক কর্মসূচি পালন করে থাকে।