বেলকুচি প্রতিনিধি : বেলকুচিতে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে জেলার বেলকুচি উপজেলার চালা নতুনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় উপজেলার বিভিন্ন খামারীরা প্রাণীসম্পদের পালন কৃত হিষ্ট পিষ্ট গরু, ছাগল, হাস, মুরগী সহ বিভিন্ন প্রানী প্রদর্শন করে।
উক্ত মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল। সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি শিবানী সরকার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: রায়হান বারী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোস আলী প্রামানিক সহ আরো অনেকে। মেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।