শাহজাদপুর প্রতিনিধি : গতকাল বুধবার শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটিরিনারি হাসপাতাল চত্ত্বরে হয়ে গেল প্রাণিসম্পদ প্রর্দশনী। উপজেলার খুকনী ইউনিয়নের খুকনী গ্রামের হাজী ফিরোজ হাসানের বন গরুটি (গয়াল) সবার দৃষ্টি আকর্ষণ করে। তাই হাজী ফিরোজ হাসান প্রথম পুরস্কার জিতে নিলেন।
এছাড়া ছাগল ভেড়া ও পাখি প্রদর্শনীতে যারা অংশ নিয়েছিলেন তাদের কেও পুরস্কৃত করা হয়। ছাগল ভেড়াতে প্রথম পুরস্কার পেলেন নরিনা ইউনিয়নের নারানদহ গ্রামের রাকিবল ইসলাম। এছাড়া পাখি প্রদর্শনীতে উট পাখির জন্য প্রথম পুরস্কার পেলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা।
জানা গেছে উপজেলা নির্বাহী অফিসারের শাহজাদপুরে একটি মিনি খামার রয়েছে। সেখানে গরু, ছাগল, গাড়ল ভেড়া, হাঁস-মুরগী ও উটপাখি লালন পালন করা হয় ।
এদিকে প্রাণিসম্পদ প্রর্দশনীতে খামারীদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য বাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মিজানুর রহমান। প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।
বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লিয়াকত সালমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, সাবেক উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. গোলজার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদত হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন সায়নো এগ্রোভেট এর ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক আব্দুল কুদ্দুস, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মীর কাওছার হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. সোনালী খাতুন, প্রাণিসম্পদ অফিসের ইবনুল হক, আনিছুর রহমান ও জিয়াউল আলম।
প্রাণী সম্পদ অফিসার ডাঃ মিজানুর রহমান জানান, যে গরুটি প্রথম পুরস্কার অর্জন করেছে সেটি এখন বিলুপ্তের পথে। এ গরুটির ওজন প্রায় ১১শ কেজি। এ প্রজাতির গরুর অস্থিত্ব টিকিয়ে রাখতে খামারীকে উৎসাহিত করতে প্রথম পুরস্কার দেওয়া হয়েছে।