যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জ পৌর এলাকার চর রায়পুর মহল্লায় ছুরিকাঘাতে যুবক আব্দুর রহমান নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে নিহতের ভাই খায়রুল ইসলাম বাদী ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।
সদর থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় চর রায়পুর মহল্লার খেলার মাঠে একই এলাকার মিরপুর মহল্লার সুজাব আলীর ছেলে আব্দুর রহমানের (২৮) সাথে স্থানীয় কয়েক যুবকের কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে হাসাপাতালে নেয়ার পথে সে মারা যায়। পুলিশ রাতেই ঘটনাস্থল এলাকায় গিয়ে তার লাশ উদ্ধার করে এবং পরদিন সকালে হাসপাতাল মর্গে প্রেরন করে। এদিকে এ হত্যাকন্ডের দিন রাতে ওই মহল্লার আজাদ (৩৭) এবং বুধবার রাতে আব্দুল কাদের জিলানীকে (২৭) গ্রেপ্তার করা হয়। তবে ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এ খুনের ঘটনা ঘটেছে।