যুগের কথা প্রতিবেদক : আগামী ২৮ ফেব্র“য়ারি বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, আলহাজ্ব ইসাহাক আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, আওয়ামীলীগ নেতা আব্দুল বারী তালুকদার, প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহিলা লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, কৃষিবিদ আলহাজ্ব মো: সাখাওয়াত হোসেন সুইটসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।