ঢাকাশনিবার , ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে বিরল প্রজাতির ‘গন্ধ গোকুল’ উদ্ধার

যুগের কথা ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়ন থেকে প্রজাতির ‘গন্ধ গোকুল’ উদ্ধার করেছেন এলাকাবাসি। এই বিরল প্রজাতির প্রাণীটি বর্তমানে ফরিদ ফরাজীর বাড়ীতে রয়েছে। স্থানীয় ভাষায় এটাকে খাটাশ বলা হয়।

বৃহস্পতিবার (১৭ ফেব্র“য়ারী) দুপুর ২টার দিকে উপজেলার মেছরা ইউপির রুপসা বাজারের পাশ থেকে উদ্ধার করা হয়।

বিরল প্রজাতির এই প্রাণীটিকে একনজর দেখতে শত শত মানুষ ফরিদ ফরাজীর বাড়ীতে ভিড় করছে। কীটপতঙ্গ, পোকামাকড়, হাঁস-মুরগি, কবুতরের বাচ্চা খেয়ে জীবনযাপন করে এই প্রাণীটি।

স্থানীয় বাসিন্দা ফরিদ ফরাজী বলেন, রুপসা বাজারের পাশে আমাদের বাড়ী। বাড়ীর পাশেই বাশ ঝারের মধ্যে দেখা মেলে এই বিরল প্রাণীটির। পরে স্থানীয়রা ধরতে গেলে বিশাল এক কড়ই গাছে উঠে পড়ে। সেখানে ধাওয়া করলে এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার সময় মাটি পড়ে যায়। এসময় স্থানীয়রা এই প্রাণীটাকে খাচায় আটক করে রাখে। বর্তমানে আমার বাড়ীতেই আছে।

দি বার্ড সেপটি হাউজের চেয়াম্যান মানুন বিশ্বাস জানান, রুপসা বাজার এলাকা থেকে আমাকে ফোন করে অবগত করেছে। বিরল প্রজাতির এই গন্ধ গোকুল উদ্ধারে নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। তিনি লোক পাঠিয়েছে ফরিদ ফরাজীর বাড়ীতে। গন্ধ গোকুলটি উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দেয়া হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।