ঢাকাশনিবার , ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ১ লাখ ৪০ হাজার ৫২৫ হেক্টর জমি বোরো চাষের লক্ষ্যমাত্রা

যুগের কথা ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জে আগেভাগে বোরো ধান পরিচর্যায় মাঠে নেমেছেন কৃষকরা। তাদের প্রধান আবাদি ফসল নানা জাতের বোরো ধান চারা কৃষকরা পরিচর্যা করছেন। জেলার প্রতিটি উপজেলার মাঠেই এ ধানের আবাদ করা হয়েছে। উল্লাপাড়া, সলঙ্গা, তাড়াশ, রায়গঞ্জ, কাজিপুর, শাহজাদপুর, কামারখন্দসহ প্রতিটি উপজেলায় বেশির ভাগ মাঠে কৃষকরা বোরো ধানের আবাদ করেছে। কিছু কিছু জায়গায় এখনও কৃষকেরা বোরো লাগাচ্ছে তবে অধিকাংশ জমিতে ধান লাগান শেষ করে পরিচর্যায ব্যস্ত রয়েছে কৃষকেরা।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ১ লাখ ৪০ হাজার ৫২৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। রায়গঞ্জের দোস্তপাড়া গ্রামের কৃষক রহিম, ধলযান গ্রামের আমিন শেখ জানান, বর্তমান সরকার আমলে সারের অভাব দূর হয়েছে। তাছাড়া বিভিন্ন ফসল উৎপাদনে উপজেলার কৃষি অফিস কর্তৃক আমাদের সার্বিক সহায়তা করে আসছে। তাই প্রতিটি ফলনই ভালো হলেও বিগত বন্যায় আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম বর্তমান বোরো ধান চাষে সেই ক্ষতিও পুষিয়ে নিতে পারব।

তাড়াশ উপজেলার দেশিগ্রামের কৃষক মোতালেব শেখ জানান, এবার ৪ বিঘা জমিতে বোরো ধান নাগান অইছে। আশা করি, বোরো ধানের ফলন ভালো অইবো। রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বর্তমান ক্ষমতাশীন সরকার কৃষি খাতে বিভিন্ন ভর্তুকি ও অর্থের বরাদ্দ দিয়ে এ খাতকে আরও সমৃদ্ধ করেছেন। প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রায়গঞ্জ উপজেলা কৃষি অফিস।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন, তাদের কৃষি বিভাগ থেকে কৃষকদেরকে এলএলপি পদ্ধতি অর্থাৎ লাইন করে ধান চারা লাগাতে পরামর্শ দেওয়া হচ্ছে। এ পদ্ধতিতে বোরো ধান চারা লাগানো হলে ফসলটির আবাদে কৃষকদের সব দিক থেকেই উপকার মেলে। জেলা উপসহকারী কৃষি কর্মকর্তা গৌর চন্দ্র দত্ত জানান, চলতি মৌসুমে কৃষকদের বোরো গাজীপুর থেকে উদ্ভাবিত উচ্চ ফলনশীল হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে। তাছাড়া বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য সার ও বীজ প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু জাফর মো. আহসান শহীদ সরকার জানান, এ বছর সিরাজগঞ্জে বোরো ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৪০ হাজার ৫২৫ হেক্টর জমিতে। ইতোমধ্যেই অধিকাংশ জমিতে বোরো ধানের চারা লাগানো হয়েছে। উৎসবমুখর পরিবেশে কৃষকরা ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।

 

 

সিরাজগঞ্জে টিকা পেলো ৭৫ শতাংশ মানুষ

যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী সহ সবাইকে টিকার আওতায় আনা হচ্ছে। সর্বশেষ (পঞ্চম) আদমশুমারি ২০১১ অনুযায়ী উপজেলার মোট জনসংখ্যা ১৩৩৩৩২ জন, এরমধ্যে করোনার প্রথম ডোজ টিকা পেয়েছেন ৯৯ হাজার ১ শত ২৩ জন। দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৭৩ হাজার ১ শত ৮৪ জন।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, মোট ৭৫ শতাংশ মানুষ টিকা পেয়েছেন। প্রথম ডোজ মেয়ে ৬১ হাজার ৪ শত ৫৭ জন ও পুরুষ ৪৭ হাজার ৬ শত ৬৬ জন। দ্বিতীয় ডোজ মেয়ে ৩৯ হাজার ১ শত ৮০ জন ও পুরুষ ৩৪ হাজার ৪ জন টিকা পেয়েছেন। বুস্টার ডোজ পেয়েছেন ৯ শত ৪৪ জন এর মধ্যে পুরুষ ৫৫৬ জন ও মেয়ে ৩৮৮ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, আমরা সবাইকে টিকার আওতায় আমার জন্য কাজ করে যাচ্ছি। মাধ্যমিক এর শিক্ষার্থীদের থেকে শুরু করে সবাইকে টিকা দিচ্ছি। মাধ্যমিকের যে সকল শিক্ষার্থীদের ভোটার আইডি কার্ড নেই তারা শুধুমাত্র জন্ম নিবন্ধন অথবা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসলেই টিকা পাচ্ছে। আমাদের এখনো পর্যাপ্ত পরিমাণ টিকা রয়েছে শতভাগ টিকা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।