কাজিপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে গোপন সংবাদ এর ভিত্তিতে কাজিপুর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অভিযান চালিয়ে গাঁজাসহ একমাদক কারবারি কে আটক করেছে কাজিপুর থানা পুলিশ। আটকৃত হলো কাজিপুর উপজেলার বিয়াড়া চরপাড়া গ্রামের মৃত মকবুল ইসলামের এর পুত্র শফিকুল ইসলাম (৫৬)।
(২২ ফেব্র“য়ারী) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে কাজিপুর সদর ইউনিয়নের খুদবান্দি ঘাট বাজার এলাকায় গ্রামের জনৈক সিদ্দিক হোসেনের এর মুদির দোকানের সামনে রাস্তা থেকে তাকে গাঁজাসহ গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কাজিপুর থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান তার বিরুদ্ধে নিয়মিত মামলা মূলে আদালতে প্রেরন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।