রাইসুল ইসলাম রিপন,কামারখন্দ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দে প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে অন্যত্র বিয়ে দেবার সিদ্ধান্ত নেওয়ায় রাবেয়া সুলতানা (২২) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ভোর রাতে কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। রাবেয়া ওই গ্রামের হারুন অর রশিদের মেয়ে।
এলাকাবাসী জানায়, পার্শবর্তী বেলকুচি উপজেলার এক তরুণের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল রাবেয়ার। ওই তরুণের পক্ষ থেকে রাবেয়ার পরিবারকে বিয়ের প্রস্তাবও দেয়া হয়েছিল। সেই বিয়ের প্রস্তাব প্রত্যাখান করে রাবেয়াকে জোর করে অন্যত্র বিয়ে দেবার সিদ্ধান্ত নেয় রাবেয়ার পরিবার। প্রেমের সম্পর্ক না মেনে অন্য জায়গায় বিয়েতে ঠিক করায় গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাবেয়া।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে অন্যত্র বিয়ে ঠিক করায় হতাশায় আত্মহত্যা করেছেন রাবেয়া। কারো কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।