চৌহালী প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীতে কৃষি সম্প্রসারণ অফিসে উদ্যোগে মঙ্গলবার সকালে কৃষি অফিস কার্যালয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষকদের কে হ্যান্ড স্পেয়ার মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জেরিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন এসএপিপিও মোঃ ইকবাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা শামিম তালুকদার, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। কৃষি অফিসার জেরিন আহমেদ বলেন,এ যন্ত্রের মাধ্যমে উপকারভোগী কৃষকগন স্বল্প সময়ে অধিক পরিমাণ জমিতে বালাই দমন করতে সামর্থ্য হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।