ঢাকাশনিবার , ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কামারখন্দে মিটার চোর চক্রের চার সদস্য গ্রেফতার,পিস্তল ও গুলি উদ্ধার

যুগের কথা ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রাইসুল ইসলাম রিপন,কামারখন্দ প্রতিনিধি :

সিরাজগঞ্জের কামারখন্দ থেকে বৈদ্যুতিক মিটার চোর চক্রের চারজন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আটককৃতরা হলেন, চোর চক্রের সর্দার সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চৌবাড়ীয়া গ্রামের কাইয়ুম আলীর ছেলে সবুজ মিয়া (২৬), বগুড়া জেলার কাহালু উপজেলার শীলকহর তেতুলিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে হৃদয় হাসান রাজু (২৪), আদিমদীঘি থানার বিনাহালি গ্রামের আব্দুল গফুর আকন্দের ছেলে গোলাম রাব্বানী ওরফে সাগর হোসেন (২৬), সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার রেহাই পুকুরিয়া গ্রামের লিটন মিয়ার ছেলে মারুফ উদ্দিন (২৭)।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিগত কিছুদিন যাবত সিরাজগঞ্জের কামারখন্দ থানা এলাকা সহ জেলার বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুতের আবাসিক ও বাণিজ্যিক বৈদ্যুতিক মিটার রাতে অন্ধকারে চুরি হতে থাকলে বিষয়টি জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়।

বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনার রহস্য উদঘাটন সহ চুরি হওয়া মিটার ও চুরির সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার সহ তাদের আইনের আওতায় নিয়ে আসা জন্য জেলা গোয়েন্দা শাখা সিরাজগঞ্জের ওপর দায়িত্ব অর্পণ করা হয়।

এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এসআই খোকন চন্দ্র সরকার ও ফজলে মাসুদ সঙ্গীয় ফোর্স সহ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে অভিযান চালিয়ে কামারখন্দ থানার ঝাঐল ইউনিয়নের মাহমুদাকোলা থেকে একটি ম্যাগাজিন সহ পিস্তল, এক রাউন্ড গুলি, ৪০ গ্রাম হেরোইন এবং বৈদ্যুতিক মিটার চুরি হওয়ার পর ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছ থেকে চাঁদা চাওয়ার সীমসহ মোবাইল ফোন সহ সবুজকে আটক করা হয়। পরে ঝাঐল ব্রীজের নিচ থেকে ১৫ গ্রাম হেরোইন, চোরাই তিনটি বৈদ্যুতিক মিটার সহ রাজু,১৫ গ্রাম হেরোইন ও চোরাই তিনটি বৈদ্যুতিক মিটার সহ গোলাম রাব্বানী এবং ১০ গ্রাম হেরোইন ও একটি চোরাই মিটার সহ মারুফকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে বৈদ্যুতিক মিটার খোলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পুলিশ সুপার আরও জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় তারা চুরির জন্য তারা পিঠে ঝোলানো ব্যাগের মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি বহন করে। তাদের বিরুদ্ধে কামারখন্দ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।