ঢাকাশনিবার , ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বেলকুচিতে দাফনের ৪ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন

যুগের কথা ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জের বেলকুচিতে দাফনের ৪ মাস ৭ দিন পর কবর থেকে গৃহবধূ মরিয়মের (১৯) লাশ উত্তোলন করা হয়েছে। পিবিআই পুলিশ বুধবার বিকেলের দিকে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমানের উপস্থিতিতে এ লাশ উত্তোলন করে। পিবিআই পুলিশের ইন্সপেক্টর গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উক্ত বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া গ্রামের শামসুল হক মোল্লার মেয়ে মরিয়মের সাথে কয়েক বছর আগে একই এলাকার তামাই কুয়েতপাড়া গ্রামের আব্দুর রহমানের প্রেম করে বিয়ে হয়। এ বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে তাকে নানারকম নির্যাতনও করা হতো। গত ১৮ অক্টোবর সকালে স্বামীর ঘর থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে এবং তার লাশ ময়নাতদন্তের পর ওইদিন বিকেলে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন্য করা হয়। সে আতœহত্যা করেছে মর্মে ময়নাতদন্তের রিপোর্ট আসে। পরবর্তীতে তার মা সেলিনা বেগম বাদী হয়ে  ১২ ডিসেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামাই আব্দুর রহমানসহ ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞ আদালত এ মামলা শুনানি শেষে পিবিআই পুলিশকে তার লাশ কবর থেকে উত্তোলনের পর আবারো ময়নাতদন্তের নির্দেশ দেন।

এ নির্দেশের পরিপ্রেক্ষিতে ওই কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ সময় বেলকুচি উপজেলা হাসপাতালের ডাঃ মোঃ তারেক আজিজ, বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফাসহ পিবিআই পুলিশের অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।