যুগের কথা প্রতিবেদক , সুমন সাধারন সম্পাদক নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোন ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওশামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (২৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১ টায় ধুকুরিয়া সরকারি প্রাইমারি স্কুলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জগদীশ চন্দ্র সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন এর প্রতিনিধি সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ বেলাল হোসেন। ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য গাজী আব্দুল কুদ্দুস, আব্দুল মান্নান, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু, সাধারন সম্পাদক জামাল তালুকদার, সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন, সহ সভাপতি তোজাম্মেল হক, যুগ্ন সম্পাদক ইকবাল হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মনির হোসেন।
প্রথম অধিবেশনে ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি গোলাম আজম তালুকদার বাবলুর সভাপতিত্ব ও সাধারন সম্পাদক জামাল তালুকদার এর পরিচালনায় দ্বিতীয় অধিবেশনে নির্বাচনের কার্যক্রম শুরু হয়। নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় হাফিজুর রহমান হাবিবকে সভাপতি ও শ্রী সুমন কুমারকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়।