যুগের কথা প্রতিবেদক :
উত্তরাঞ্চলের প্রবেশদার স্বপ্নের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের জেলা সিরাজগঞ্জে মাস ব্যাপী এসএমই শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন হয়েছে
২৫ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল ৩টায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি (এমপি)
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো: জসিম উদ্দিন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না, উল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভির ইমাম ,বেলকুচি ও চৌহালী আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডল।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: মনির হোসেন,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান,সাধারণ সম্পাদক, আব্দুস ছামাদ তালুকদার,
এসময় আরো উপস্থিত ছিলেন রায়গঞ্জ ও তাড়াশ আসনের সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজ,পৌর আওয়ামীলীগ সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ সহ ছাত্রলীগ,যুবলীগ, সেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামীলীগ সহ সকল আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা।
সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ও মনিপুরী তাঁতী শিল্প ও জামদানী বেনারসি কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে উন্নয়নের স্বপ্ন নিয়ে শুরু হয়েছে এমেলা।
এ মেলায় মিল্ক ভিটা সহ অংশ নিচ্ছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল।এছাড়াও থাকবে একাদিক বিদেশি পণ্যার স্টল।
মেলায় মধ্যে থাকছে ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টল,মনিপুরী তাঁতী শিল্প ও জামদানী বেনারসীর স্টল,মহিলাদের কসমেটিকস ও কাপড়ের বাহারী সামগ্রীর স্টল যেখানে নারীদের উন্নতমানের সাশ্রয়ীমূল্যে স্টল সহ মোট ১১০টি স্টল রয়েছে।