যুগের কথা প্রতিবেদক :
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে অজ্ঞাত বাস চাপায় রাইজুদ্দিন (৬২) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) সকালে বঙ্গবন্ধুর সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাইজুদ্দিন সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ী গ্রামের মৃত ময়দান শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে রইজুদ্দিন বাড়ী থেকে কড্ডার মোড় যাচ্ছিল। সয়দাবাদ এলাকায় পৌছলে অজ্ঞাত বাস চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, অজ্ঞাত বাস চাপায় ঘটনাস্থলেই রাইজুদ্দিন মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।