কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মুক্তির উৎসব ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৭ মার্চ)সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার পরিষদ চত্বর থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সমাবেশ স্কোয়ারে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুন নাহারের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ,মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।