ঢাকাশনিবার , ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হিলিতে প্রতিপক্ষের হামলা নানী-নাতনী আহত

যুগের কথা ডেস্ক
মার্চ ১৯, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে প্রতিপক্ষের হামলায় নানী শাহিদা বেগম (৪৫) ও নাতনী উষা (২) আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাধুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতে নানা তছলিম উদ্দিন হাকিমপুর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদমান বাড়ির  জায়গাকে কেন্দ্র করে প্রতিবেশী কছির উদ্দিনের ছেলে শাহাজামাল হোসেন ও তার স্ত্রী খাদিজাসহ ১০/১২ জনের সঙ্গবদ্ধ দল তছলিমের পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তছলিমের স্ত্রী শাহিদা বেগম, মেয়ে তহমিনা, নাতি তাজমিন ও দুই বছরের নাতনী বৃষ্টিকে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ব্যাপারে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সজল ক্রান্তি রায় জানান, অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কিন্তু নানী ও নাতনী শরীরের বিভিন্ন অংশের গুরুতর আঘাত হওয়ায় তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

হাকিমপুর থানার অফিসার ইনাচর্জ (ওসি) খায়রুল বাসার শামিম জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে, এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।