ঢাকাশনিবার , ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে মসজিদে ঝাড়ু দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

যুগের কথা ডেস্ক
এপ্রিল ৮, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক  :
সিরাজগঞ্জের কামারখন্দে মসজিদে ঝাড়ু দিতে গিয়ে মো. সিয়াম (১৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটির চর জামে মসজিদে এঘটনা ঘটে।
নিহত সিয়াম কুটির চর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে ও নলকা মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ওই স্কুলছাত্র মসজিদের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা পরিস্কার করতে যায়। এসময় পরিত্যাক্ত বিদ্যুতের তারে জরিয়ে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব হোসেন জানান, কুটির চর জামে মসজিদের বিভিন্ন অংশে ময়লা আবর্জনা পরিস্কার করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুত্বর আহত হয় সিয়াম। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত সিয়ামের দাফনের প্রস্তুতি চলছে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ফয়সাল আহমেদ জানান, হাসপাতালের আসার আগেই সিয়াম মারা গেছে। মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।