যুগের কথা প্রতিবেদক :
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই গ্রামে মানিক শীল (৩৬) নামের এক নরসুন্দরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে রূপনাই এলাকার লিপিয়ার ঘাসের ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে রূপনাই এলাকার লিপিয়ার ঘাসের ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মানিক শীল এনায়েতপুর থানার শিবপুর গ্রামের গজেন শীলের ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনাস্থল থেকে জানান, এনায়েতপুর থানার শিবপুর বাজারে নরসুন্দরের কাজ করতেন মানিক শীল। গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সোমবার সকালে রুপনাই লিপিয়ার ঘাসের ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।