মোঃরাইসুল ইসলাম রিপন,কামারখন্দ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দে বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৪ এপ্রিল) বেলা ১১ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। পরে মিনি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে যুগান্তর শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।
শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম শহিদুল্লাহ সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।