যুগের কথা প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে সিএনজির ধাক্কায় হাসিনা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ-মুলিবাড়ি আঞ্চলিক সড়কের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগম সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের আব্দুল হালিমের স্ত্রী।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক রেজাউল করীম বলেন, দুপুরে হাসিনা বেগম বাঐতারা এলাকায় রাস্তা পারহচ্ছিলেন। এসময় একটি সিএনজি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।