উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সপ্নের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নব-নির্মিত নলকা সেতুর এক লেন যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) বিকেলে চারটায় সাসেক-২ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. ওয়ালিউল ইসলাম ঢাকা থেকে উত্তরবঙ্গগামি যান চলাচলের লেনটি চালু করে দেন।
এ সময় অতিরিক্ত প্রকল্প পরিচালক মো: গোলাম মুতুর্জা, সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল ইসলাম তরফদার, ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেডের প্রকল্প ব্যাবস্থাপক এখলাসুর রহমানসহ সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লেনটি খুলে দেওয়ায় উত্তর-দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতে যানজটের অন্যতম প্রধান কারণ থেকে মুক্ত হলো মহাসড়কটি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।