আশরাফুল ইসলাম জয়:
প্রতিবছরই ঈদকে কেন্দ্র করে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল হাইওয়ে পর্যন্ত থাকে তীব্র যানজট।
ভোগান্তি পোহাতে হয় উত্তরবঙ্গের লক্ষ লক্ষ যাত্রীকে। চিন্তিত থাকে এই যানজট নিয়ে। এই যানজটের সর্বক্ষনিক খবর উত্তরবঙ্গ সহ দেশব্যাপী জনগণের মাঝে সরাসরি খবর পৌঁছে দিতে যুক্ত থাকেন এক ঝাঁক তরুণ, প্রবিন সাংবাদিক। ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদ কর্মীর পাশা পাশি দিন রাত ২৪ ঘন্টা খেয়ে না খেয়ে তীব্র রোদ, ঝড়, বৃষ্টির মধ্যেও প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা নানা খবর পৌঁছে দিচ্ছে।
এমনকি ঈদের দিনে যখন সবাই পরিবার-পরিজন নিয়ে আনন্দ করতে ব্যস্ত তখনও এই সাংবাদিক কর্মীরা নানা আয়োজনের সংবাদ এবং বিনোদনের সংবাদ সার্বক্ষণিক দেশবাসীর মাঝে প্রচার করতে ব্যাস্ত থাকে।
যাদের মাধ্যমে দেশের আয়নার প্রতিচ্ছবি ফুটে ওঠে তাদের নেই কোন ছুটি এমনকি অধিকাংশ মিডিয়া থেকে পায় না কোন সম্মানী ভাতা। দেশের কল্যানে এই সকল সংবাদকর্মী কাজ করেও অনেক সময় নানা বিড়ম্বনায় সম্মুখীন হয়। সিরাজগঞ্জের একাধিক সচেতন ব্যক্তি বলেন, দিন শেষে এই সংবাদ কর্মীদের কাছ থেকে নানা সুফল ভোগ করেও তাদের ধন্যবাদ দিতে কার্পণ্য বোধ করা হয়।
স্যালুট তাদের জানানোর কথা যারা সমাজের সকল অনিয়ম দুর্নীতি উন্নয়নের প্রতিচ্ছবি দেশবাসীর মাঝে প্রচার করে থাকে।